স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ জুলাই।। নাবালিকা মেয়ে সহ কলেজ পড়ুয়া এক ছাত্র আটক। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার উদয়পুর খিলপাড়া কলেজ পড়ুয়া এক ছাত্র দীপঙ্কর সুক্লদাস।
সে কাঁকড়াবন থানাধীন তুলামুড়া ফাঁড়ি অন্তর্গত এলাকা থেকে নবম শ্রেণীর পাঠরত এক নাবালিকা ছাত্রীকে মঙ্গলবার সকালে TR03L 0797 নম্বরের গাড়ি করে সিপাহী জলায় নিয়ে যাওয়ার সময় বাগমা পুলিশ ফাঁড়ীর নাকা চেকিং এ পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ গাড়ী সহ তাদের বাগমা থানায় নিয়ে যায়।
সেখানে তাদেরকে জিজ্ঞাসা বাদ শুরু করেন। কলেজ পড়ুয়া ছাএ পুলিশকে সত্যি ঘটনা খুলে বলে দেয়।এদিকে বাগমা পুলিশ ফাঁড়ীর ওসি রতন রবি দাস জানান পুলিশ গাড়ি সহ তাদেরকে আটক করেন।
পরে কাঁকড়াবন থানার খবর দেয়,কাঁকড়াবন থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি বাগমা ফাঁড়িতে ছুটে আসেন।
এসে গাড়ী সহ নাবালিকা ছাএী এবং কলেজ পড়ুয়া ছাএকে আটক করে কাকড়াবন থানায় নিয়ে যায়। এদিকে কাঁকড়াবন থানা থেকে জানা যায় নাবালিকা ছাএীটিকে পরিবারে হাতে তুলে দেওয়া হবে।