খার্চি মেলায় যাবেন কিন্তু যানবাহন পার্কিং কোথায় করবেন? জেনে নিন এই প্রতিবেদনে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জুলাই।। সাত দিনব্যাপী খার্চি মেলা ও উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেই লক্ষ্যে চতুর্দশ দেবতা মন্দিরের আশপাশ এলাকায় বেশ কিছু এলাকাকে পার্কিং জোন এবং নো পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

এছাড়াও কিছু এলাকায় যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। উল্লেখ্য, ঐতিহ্যবাহী খাৰ্চি মেলা উৎসব ৭ জুলাই থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ১৩ জুলাই পর্যন্ত। পার্কিং জোন – আগরতলার দিক থেকে আসা গাড়ি বিজয় সংঘ এবং দশমীঘাট গ্রাউন্ডে পার্ক করা থাকবে।

জিরানীয়া-চম্পকনগর দিক থেকে আসা গাড়ি বুঝাই সাহা স্কুল মাঠে পার্ক করা থাকবে। সমস্ত সরকারি যানবাহন পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে পার্ক করা হবে। বাইপাস হয়ে বিশালগড় থেকে যে সমস্ত গাড়ি আসবে সেগুলি পার্ক করা থাকবে কালীতলা এলাকায়। সদর উত্তর থেকে বণিক্য চৌমুহনি হয়ে যে সমস্ত গাড়ি আসবে সেগুলি থাকবে শঙ্কর সরণি যাত্রাবাড়ির সড়কের এক অংশে।

নো পার্কিং জোন – ৪৪ নং জাতীয় সড়কের উপর বিজয় সংঘ ড্রপ গেইট থেকে দলুরা ড্রপগেইট, ৪৪ নং জাতীয় সড়কের উপর বৃদ্ধিনগর থেকে চন্দ্রপুর, বাইপাস রোডের খয়েরপুর থেকে কাঠিয়াবাবা আশ্রম পর্যন্ত অংশ সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রে নো পার্কিং জোন হিসেবে চিহ্নিত হবে। সড়কের যে সমস্ত অংশে যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ থাকবে সেগুলি হচ্ছে জাতীয় সড়কে আগরতলার দিকে যাওয়া সমস্ত ভারী যানবাহনকে মাধববাড়ি এবং আমতলিতে নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়া দেবতাবাড়ির দিকে খয়েরপুর হাওড়া ব্রিজে, বলদাখাল সড়ক হয়ে চন্দ্রপুর থেকে পুরোনো আগরতলা যাওয়ার দিকে, আমতলি খয়েরপুর বাইপাস সড়কে দেবতাবাড়ির দিকে যাওয়ার পথে কালীতলা এবং দেবতাবাড়ি নতুন সড়কে যাওয়ার পথে বৃদ্ধিনগরে এই যানবাহনগুলি নিয়ন্ত্রণ করা হবে। খাচি পূজা ও উৎসব চলাকালীন সময়ে যানবাহন চলাচলের উপর এই নিয়ন্ত্রণ প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত জারি থাকবে।

দেবতাবাড়ি, দলুরা এবং বাইপাস সড়কে লোকজনের জমায়েতের উপর নির্ভর করে এই নিয়ন্ত্রণের সময়সীমা বাড়ানো হতে পারে। ট্রাফিক পুলিশ সুপারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?