স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জুলাই।। রাজ্যে এলেন এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আগরতলা এমবিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা।
বিমানবন্দর থেকে তিনি সোজা চলে আসেন রাজধানী আগরতলা শহরের একটি বিলাসবহুল হোটেলে। সেখান তিনি বিজেপির বিধায়ক ও সাংসদদের সাথে আলোচনা করবেন।
তাদের ভোট চাইবেন। তিনি বিরোধী দলের বিধায়কদের সাথেও কথা বলার চেষ্টা করবেন এবং তাঁদের কাছেও ভোট চাইবেন।
উল্লেখ করা যায়, রাজ্য বিধানসভায় বিজেপির ৩৬ জন বিধায়ক আছেন। তাছাড়া সিপিএমের ১৫ জন, আইপিএফটির ৮ জন এবং কংগ্রেসের একজন বিধায়ক এবং বিজেপির ২ জন সাংসদ রয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ত্রিপুরা সফর শেষ করে তিনি গুয়াহাটি যাবেন। তারপর উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যে সফরে যাবেন।