স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৫ জুলাই।। সীমান্তের পাচারকারীদের ধাওয়া করে ধরতে না পেরে নিরীহ এক যুবককে ধরে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি’র লোকেরা।
ঘটনার বিবরণে জানা গেছে, কলসীমুড়া বিওপি’র অধীনস্থ নগর সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়ার বাহিরে বাড়ি এলাকার আব্দুল মফিজ নামে জনৈক ব্যক্তির। পেশায় তিনি একজন কৃষক। ফলে অন্যান্য দিনের মতো তার ছেলে শাহাদাৎ হোসেন আলম(২২) মঙ্গলবার বিকেল আনুমানিক পাঁচটার সময় তাদের বাড়িতেই পালিত গরু বাছুরদের খাবার দিচ্ছিল।
ঠিক সেই সময়ে সীমান্ত লাগোয়া বাংলাদেশ থেকে ডিউটিরত বিজিবি’র লোকেরা তাকে জিজ্ঞাসা করে যে, এইদিক দিয়ে কোনো পাঁচারকারী যেতে দেখেছে কিনা। জবাবে শাহাদাত হোসেন জানিয়েছেন, সে কোনো পাচারকারী যেতে দেখেনি। এই নিয়ে উভয়ের মধ্যে বেশ কিছু সময় বাকবিতণ্ডা হয়।
কিন্তু পাচারকারী দেখতে অস্বীকার করায় যুবক শাহাদাতকে বিজেপি’র লোকেরা সীমান্ত লাগোয়া বাংলাদেশের শংকুচাইল ক্যাম্পে নিয়ে যায় বলে খবর। জানা গেছে যুবক শাহাদাতের বাড়ি ভারত -বাংলা সীমান্তের কাটা তারের বাহির প্রান্তে। ফলে বাড়ি কাটা তারের বেড়ার বাহিরে হওয়ায় সেখানে প্রায় সময়ই বিজিবি’র দাদাগিরি চলতে থাকে।
কখনো কখনো পাঁচারকারীর নাম দিয়ে ভারত সীমান্তে প্রবেশ করে থাকে। তবে মঙ্গলবারের ঘটনাটাও অনেক টাই এমন। এই বিষয়ে যুবকের পিতা আব্দুল মফিজ পুরো ঘটনাটি সাংবাদিকদের সামনে জানিয়েছেন। তবে খবর লেখা পর্যন্ত এই বিষয়ে স্থানীয় থানা প্রশাসনে কোন ধরনের লিখিত অভিযোগ করা হয়নি।