স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৪ জুন।। ফের উত্তেজনা কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। একদিকে আগের ঘটনায় ছাত্র আক্রান্তের প্রতিবাদে এনএসইউআই’র বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি হয়।
অপরদিকে এনএসইউআই’র বিরুদ্ধে ছাত্র সংসদের আসবাবপত্র ও মনিষীদের ছবি ভাঙচুরের অভিযোগ এবিভিপির।
প্রসঙ্গত, গত কদিন ধরে ওই কলেজে ছাত্র রাজনীতির উত্তপ্ত হাওয়া বইছে। এক জনজাতি ছাত্রকে বেধরক মারধর করা হয়েছে। তাতে অন্যান্য জনজাতি অংশের ছাত্র ছাত্রীরা কলেজে আসতে ভয় পাচ্ছে।
অভিযোগ এবিভিপির কর্মী সমর্থকরা ওই হামলার সাথে জড়িত ছিল। এরই প্রতিবাদে এনএসইউআই এদিন কলেজে বিক্ষোভ মিছিল করেছে। আর এই মিছিল ঘিরে উত্তেজনা বিরাজ করছে।