অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের রাজকীয় প্রত্যাবর্তনেও রেড ডেভিলরা শিরোপা দৌড়ে বেশি দূর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।
কোচ রাল্ফ রাংনিকের অধীনে ষষ্ঠ স্থানে থেকে ২০২১-২২ মৌসুম শেষ করে ইউনাইটেড। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি তাদের। খেলতে হবে ইউরোপা লিগে। তবে তাতে নাখোশ রোনালদো। গুঞ্জন চলছে, হতাশ হয়ে নতুন ঠিকানায় যাচ্ছেন সিআর সেভেন।
ওল্ড ট্রাফোর্ড ছাড়তে পারেন দ্রুত। ইতোমধ্যে তার এজেন্ট হোর্হে মেন্ডেসও আছেন রোনালদোর নতুন ক্লাবের খোঁজে। ইউনাইটেডের ব্যর্থতায় রোনালদো যে ক্লাব ছাড়তে চান তা পরিষ্কার। ইতোমধ্যে তিনি ইউনাইটেড কর্তৃপক্ষকেও বিষয়টি অবগত করেছেন। এমনটাই জানিয়েছে বেশ কয়েকটি ক্রীড়া মাধ্যম। গত ফেব্রুয়ারিতে ৩৭ বছরে পা রেখেছেন পর্তুগিজ কিংবদন্তি।
ক্যারিয়ারের সায়াহ্নে এসে ইউরোপা লিগে খেলতে অনিচ্ছুক তিনি। তার জন্য খোঁজ করছেন নতুন ক্লাবের। যে ক্লাবের হয়ে ক্যারিয়ারের শেষদিকে এসে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেন। চ্যাম্পিয়নস লিগের রাজা তিনি। ইউরোপ ক্লাব শ্রেষ্ঠত্বের আসরের সর্বোচ্চ গোলদাতা। রোনালদোকে ছাড়া চ্যাম্পিয়নস লিগ— ফুটবল প্রেমী যে কারও জন্য ভাবা কষ্টকর তো বটে।
এদিকে ইউনাইটেড নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এরিক টেন হাগকে। কিন্তু ডাচ কোচের নিয়োগেও তেমন সন্তুষ্ট নন রোনালদো। তিনি মনে করেন, আগামী মৌসুমেও হয়তো রেড ডেভিলরা সুযোগ পাবে না প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার। তা যদি হয়, ফের চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে।
অবশ্য ইউনাইটেড মনে করেছিল, দায়বদ্ধতা থেকে রোনালদো থেকে যাবেন। কারণ এই ক্লাবের হয়েই যে তার ইউরোপ জয় শুরু! দায় তো থেকেই যায়। দলের দুঃসময়ে রোনালদোকে কাছে পাওয়ার আশা ইউনাইটেড করতেই পারে। কিন্তু রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকা সংকল্পবদ্ধ চ্যাম্পিয়নস লিগ খেলে ক্যারিয়ারের ইতি টানার।
সামনে আছে কাতার বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এরপরই ফুটবলকে বিদায় জানাতে পারেন। কিংবা আর দুই-তিন মৌসুম দেখা যাবে!ওল্ড ট্রাফোর্ড ছেড়ে তাহলে কোথায় যাবেন রোনালদো? এজেন্ট মেন্ডেস জানিয়েছেন, তার হাতে বেশ কয়েকজন সম্ভাবনাময়ী ক্রেতা আছেন।
এক্ষেত্রে বেশি শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও চেলসির নাম। সিরি’আয় ফেরাও উড়িয়ে দেওয়া যায় না। ইতালিয়ান মিডিয়াও বেশ আগ্রহের সঙ্গে এমন খবর প্রচার করছে। গোল ডটকম জানিয়েছে, রোনালদো ইতোমধ্যে নতুন ঠিকানার ব্যাপারে অনেক দূর অগ্রসর হয়েছেন।