অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। যুক্তরাষ্ট্রের নারীর ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল। রবিবার (৩ জুলাই) থেকে শুরু হয়েছে তার নতুন দায়িত্ব। দেড় বছরের জন্য যুক্তরাষ্ট্রের মেয়েদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন চন্দরপল। এই চুক্তি ২০২৩ সাল পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের নারী জাতীয় দলের পাশাপাশি দেশটির নারী অনূর্ধ্ব-১৯ দলকেও সামলাবেন এই কিংবদন্তি ব্যাটার। কোচিংয়ের বেশ অভিজ্ঞতা নিয়ে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন চন্দরপল। এর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।
সম্প্রতি তাকে সিপিএলের ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মেয়েদের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত চন্দরপল, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নারী দল ও নারী অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি উচ্ছ্বসিত।
’আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিজ্ঞতা কোচিংয়ে ঢেলে দিতে চান তিনি, ‘অরল্যান্ডোর বাসিন্দা হওয়ায় বছরের পর বছর ধরে আমি আমেরিকান ক্রিকেটের সঙ্গে জড়িত থাকাটা উপভোগ করেছি।
তাই যুক্তরাষ্ট্রের ক্রিকেটের প্রধান কোচ হওয়ার সুযোগ পাওয়াটা আমার জন্য অবিশ্বাস্য বিষয়। সত্যি আন্তর্জাতিক ক্রিকেট আমার ২০+ অভিজ্ঞতা এবং সম্প্রতি কোচিং অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত আমি। ’