অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। যোগাযোগ মন্ত্রকের টেলি কম্যুনিকেশন দপ্তর ২০২২ সালের পয়লা জুলাই সাধারণ মানুষের জন্য ওয়্যারলেস জ্যামার এবং বুস্টার/রিপিটারের সঠিক ব্যবহার নিয়ে পরামর্শ জারি করলো।
(https://dot.gov.in/spectrummanagement/advisory-proper-use-wireless-jammer-and-boosterrepeater). বলা হয়েছে যে, বিশেষ ক্ষেত্রে ভারত সরকারের অনুমতি ব্যতীত সেলুলার সিগন্যাল জ্যামার, জিপিএস ব্লকার এবং অন্য সিগন্যাল জ্যামিং যন্ত্র ব্যবহার সাধারণভাবে বেআইনি।
এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা পাওয়া যাবে https://cabsec.gov.in/others/jammerpolicy এই ওয়েবসাইটে। বেসরকারি সংস্থা এবং/অথবা কোনও ব্যক্তি ভারতে জ্যামার কিনতে বা ব্যবহার করতে পারবেন না।
আরও বলা হয়েছে যে, উপরোক্ত নির্দেশিকা যেসব ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলি ব্যতীত ভারতে সিগন্যাল জ্যামিং যন্ত্রের বিজ্ঞাপন দেওয়া, বিক্রয় করা, বিতরণ করা, আমদানি অথবা অন্যভাবে বিপণন করা বেআইনি। সিগন্যাল বুস্টার/রিপিটার সম্পর্কে বলা হয়েছে যে, লাইসেন্সপ্রাপ্ত টেলিকম পরিষেবা দাতা ছাড়া কোনও ব্যক্তি বা সংস্থার দ্বারা মোবাইল সিগন্যাল রিপিটার/বুস্টার রাখা, বিক্রি এবং/অথবা ব্যবহার বেআইনি।
এর আগে ২০২২ – এর ২১ জানুয়ারি জারি করা বিজ্ঞপ্তি দ্বারা (https://dot.gov.in/spectrummanagement/notice-e-commerce-companies-regard-illegal-facilitation-sale-signal-jammers) টেলিকম দপ্তর সব ই-কমার্স সংস্থাগুলিকে তাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওয়্যারলেস, জ্যামার বিক্রি অথবা বিক্রয়ে সহায়তা করার বিষয়ে সতর্ক করে দিয়েছিল।
উপরোক্ত বিজ্ঞপ্তির প্রতিলিপি দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রক, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দপ্তর, ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, সিবিআইসি/কাস্টমস্-কে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য।