স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জুলাই।। সোমবার সাত সকালে আগরতলার অফিস লেনস্থিত রাস্তার পাশে কৃষ্ণ সরকার নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি নতুন নগর এলাকায়। প্রায় সময়ই তিনি এলাকায় ঘুড়াঘুড়ি করতো তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে নেশা সেবনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহর সহ আশেপাশের এলাকায় নেশা সামগ্রীর করবার রমরমা চলছে। নেশায় বুঁদ হয়ে থাকে যুব সমাজ। বাড়ছে অপরাধ প্রবণতা। তছনছ হয়ে যাচ্ছে বহু পরিবার।