অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। গ্যাব্রিয়েলে জেসুস যে আর্সেনালে যাচ্ছেন তা আগেই জানা গিয়েছিল। এবার হলো পাকাপাকি চুক্তি। দীর্ঘ সময়ের জন্য ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই গ্রীষ্মে গানারদের কোচ মাইকেল আর্তেতার চতুর্থ চুক্তি— জেসুস। মিডফিল্ডার ফাবিও ভিয়েইরা, গোলরক্ষক ম্যাট টার্নার ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার মারকুইনহোসের পরে এমিরেটসে এলেন ২৫ বছর বয়সী তারকা।
জেসুসকে পেয়ে বেশ উচ্ছ্বসিত আর্তেতা। দুজনের রসায়ন বেশ পুরোনো। সিটির সহকারী কোচ থাকাকালীন জেসুসকে পেয়েছিলেন আর্তেতা। স্প্যানিশ কোচের চোখ এখন আর্সেনালের আক্রমণভাগ সাজানোর দিকে।
আলেক্সান্দ্রে লাকাজাত্তে ও পিয়েরে-এমেরিক অবামেয়াং ফ্রি ট্রান্সফারে চলে যাওয়ায় মারকুইনহোস- জেসুসদের মতো তারকাদের দলে ভিড়াল আর্সেনাল। গানারদের নতুন নাম্বার নাইন জেসুস। জেসুসকে ৯ নম্বর জার্সি তুলে দিয়েছেন আর্তেতা।
সাড়ে পাঁচ বছর পর ইতিহাদ ছেড়েছেন তিনি। সিটিজেনদের হয়ে ২৩৬ ম্যাচে ৯৫ গোল করেছেন জেসুস। জিতেছেন চার প্রিমিয়ার লিগ ও তিন লিগ ও একটি এফএ কাপ।