স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩ জুলাই।। বাবাকে স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা ও বিদায় জানালো ৫ বছরের ছেলে।
মনিপুরে মাটি ধসে নিহত আর্মি জওয়ান সঞ্জয় দেবনাথের ৫ বছরের ছেলে তার বাবাকে স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা ও বিদায় জানায়। এদিন বিকেলে বিশালগড়স্থিত বাড়িতে নিয়ে আসা হয় জওয়ানের নিথর দেহ।
পরিবারের পাশাপাশি গোটা গ্রামের মানুষ ভিড় জমান জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে। রবিবার আগরতলায় নিয়ে আসা হয় সঞ্জয় দেবনাথের কফিন বন্দী মৃতদেহ। আগরতলা থেকে বাইক রেলি করে নিয়ে যাওয়া হয় নিজের গ্রামে।
গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেনা জওয়ানরা পরিবার পরিজনদের পাশাপাশি এলাকার লোকজনের উপস্থিততে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়।