স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুলাই।। আবারও আন্দোলনে নামলেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। চাকরির দাবীতে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাড়ির সামনে ধর্ণা দিয়েছেন তারা।
পরে এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। শিক্ষামন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট হয়ে ধর্ণা আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আগামী দুর্গাপূজার আগে সবাইকে কিভাবে নিযুক্ত করা যায় তা নিয়ে নতুন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন।
সেই সাথে অর্থ দপ্তরের সাথেও আলোচনা করা হবে। তিনি আরও বলেছেন রাজ্যে শিক্ষকের সংকট আছে ঠিকই কিন্তু সবাইকে একসাথে চাকরি দেওয়া সম্ভব নয়।
তারপরও যদি আন্দোলন করতে চায় তাতে সরকারের কিছু করার নেই। রাজ্য সরকার আন্দোলনে বিশ্বাসী না, আলোচনায় বিশ্বাস করে।