তীব্র দাবদাহে পুড়ছে টোকিও, ১৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন

অনলাইন ডেস্ক, ২ জুলাই।। তীব্র দাবদাহে পুড়ছে জাপানের রাজধানী টোকিও। শুক্রবার নগরীতে সপ্তম দিনের মতো সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশটিতে গত ১৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। সর্বশেষ এমনটা দেখা গিয়েছিল ১৮৭৫ সালে। সূর্যের প্রখর উত্তাপে হাঁসফাঁস অবস্থা জাপানবাসীর।

ভ্যাপসা গরম থেকে বাঁচতে সুইমিংপুলে নেমে পড়েছেন শিশু থেকে শুরু করে বয়স্করাও। রাজধানী টোকিওর বিভিন্ন সুইমিংপুল, ওয়াটারপার্ক আর রিসোর্টগুলোতে এখন হাজারো মানুষের ভিড়।

গতকাল শুক্রবার (১ জুলাই) পূর্ব জাপানে প্রায় ১৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টোকিওর আশপাশের অঞ্চলে এক সপ্তাহ ধরে টানা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড হচ্ছে। জাপানের পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের ঝুঁকিও বাড়ছে। এ অবস্থায় সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। আপাতত ঠান্ডা পানীয় ও তরল খাবারের ওপর ভরসা রাখছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরম চলছে এ সপ্তাহজুড়ে। রিসোর্টগুলোতে এখন অনেক ভিড়।

কারণ এ ছাড়া আর কোনো উপায় নেই। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা ছাড়িয়ে যেতে আগের সব রেকর্ড। তবে, বৃষ্টির হতে পারে কয়েকদিনের মধ্যেই জানিয়ে সে সময় তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে জানান তারা।

এদিকে তীব্র দাবদাহের কারণে দেশটিতে বেড়েছে বিদ্যুতের চাহিদা। এ অবস্থায় যে কোনো সময় বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাপান সরকার।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?