স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুলাই।। শনিবার আইপিএফটি’র মেবার গোষ্ঠীর প্রচুর সংখ্যক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথায় যোগদান করেন। তাদের স্বাগত জানান তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান আগামী বিধানসভা নির্বাচনে উপজাতি সংরক্ষিত আসনগুলোর বাইরে তারা ৫ থেকে ৬ আসনে জয়ী হতে পারেন। সুরমার ফলাফল দেখেই তার এই ধারণা বলে জানান বুবাগ্রা।
এদিকে গতকাল আগরতলায় একটি অনুষ্ঠানে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং বিজেপির সাংসদ রেবতী ত্রিপুরা নাকি পৃথক রাজ্য তথা তিপ্রাল্যান্ড চাইছেন।
যদিও তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের এই বক্তব্যের পর জিতেন্দ্র চৌধুরী কিংবা রেবতী ত্রিপুরা কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।