স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১ জুলাই।।সিপাহীজলা জেলাকে ক্যুইন আনারস উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে। এজন্য কেন্দ্রীয় প্রকল্পে ৬৫ কোটি টাকা ব্যয় করা হবে। এতে জেলার ২ হাজার ৫০০ জন ক্যুইন আনারস চাষী উপকৃত হবেন।
আজ বিশ্রামগঞ্জ, মাল্টিপারপাস হলে জাতীয় উদ্যান পর্যদ এবং উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের যৌথ উদ্যোগে জেলার আনারস চাষীদের নিয়ে এক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। এ উপলক্ষে ক্যুইন আনারসের এক প্রদর্শনীরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী শ্রীসিংহরায় আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের আনারস চাষীরা যাতে সঠিক মূল্য পান সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। উৎপাদিত আনারসের বাজারজাতকরণ ও দেশ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হয়েছে। এতে আনারস চাষীরা সঠিক মূল্য পাচ্ছেন।
রাজ্যের বিভিন্ন জেলায় ক্যুইন আনারস উৎপাদন হলেও সিপাহীজলা জেলায় সবচেয়ে বেশি এই প্রজাতির আনারস উৎপাদন হয়। এজন্য জাতীয় উদ্যান পর্ষদের আর্থিক সহায়তায় সিপাহীজলা জেলাকে ক্যুইন আনারসের অন্যতম উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, আমাদের রাজ্যে কৃষি ও উদ্যানজাত ফসল ও ফল উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কৃষি ও উদ্যানজাত ফসল ও ফল উৎপাদন বৃদ্ধির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে।
এতে গ্রামীণ অর্থনীতির বিকাশ যেমন ত্বরান্বিত হবে, তেমনি কৃষকরাও লাভবান হবেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষিক্ষেত্রের বিকাশে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে।
এই সমস্ত প্রকল্পের সুযোগ রাজ্যের প্রান্তিক এলাকার কৃষকদের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, এ ধরনের কর্মশালা আনারস চাষীদের উন্নত প্রথায় চাষাবাদে উৎসাহিত করবে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উদ্যান পর্ষদের যুগ্ম অধিকর্তা প্রেম নারায়ণ জিৎ।
তাছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা জেলার ৭টি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, জেলার অতিরিক্ত জেলাশাসক জেভি দোয়াতি, ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বি কে মাইতি, আইসিএআর-এর যুগ্ম অধিকর্তা বি দাস প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। স্বাগত বক্তব্য রাখেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া। কর্মশালায় জেলার ৭টি ব্লকের আনারস চাষীগণ অংশ নেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিগণ কৃষকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন।