স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুলাই।। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী ৪ জুলাই থেকে তিনটি পর্যায়ে আগরতলার সিপার্টে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ৬দিনের দক্ষতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হবে। ৪ ও ৫ জুলাই মিডিয়ার সাংবাদিক ও চিত্র সাংবাদিক, ১১ ও ১২ জুলাই বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিক এবং জুলাই প্রিন্ট ১৪ ও ১৫ জুলাই ওয়েব মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
আজ বিকেলে তথ্য ও সংস্কৃতি দপ্তরে অধিকর্তার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ইতিমধ্যেই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে।
এই পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রিন্ট, বৈদ্যুতিন ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এই সময়ে খুবই প্রাসঙ্গিক। এটা সময়ের দাবি। এটা অনুভব করেই রাজ্য সরকার এই কর্মশালার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে সময়ে সময়ে এই ধরণের কর্মশালার আয়োজন করা হয়। প্রায় ২৫০ জন সংবাদ প্রতিনিধিদের নিয়ে এবারের কর্মশালার আয়োজন করা হচ্ছে।
এই কর্মশালা অন্যান্য কর্মশালা থেকে একটু ব্যতিক্রমী হবে। এর আগে কখনও পৃথক পৃথকভাবে প্রিন্ট, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ ধরণের কর্মশালার আয়োজন করা হয়নি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা জানান, এবারের কর্মশালায় জাতীয় ও রাজ্যস্তরের খ্যাতনামা রিসোর্সপার্সনগণ অংশ নেবেন।
এদের মধ্যে রয়েছেন রায়পুরের কুশাভাও ঠাকরে জার্নালিজম ইউনিভার্সিটির উপাচার্য বলদেব শর্মা, ভোপালের মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল ইউনিভার্সিটি অব জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনের উপাচার্য কে জি সুরেশ, লোকসভা টিভির চিফ এডিটর আশিস যোশী ও নয়াদিল্লির আধ্যাসী মিডিয়া অ্যান্ড কনটেন্ট সার্ভিসেসের চিফ এক্সিকিউটিভ অফিসার রাহুল রৌশন, নয়াদিল্লির ওপইন্ডিয়ার এডিটর নিরুয়া মেহতা প্রমুখ। তাছাড়াও রাজ্যের প্রবীণ সাংবাদিক শেখর দত্ত, সঞ্জীব দেব, মানস পাল, প্রণব সরকার ও সৈয়দ সাজ্জাদ আলি কর্মশালায় প্রশিক্ষণদানে অংশ নেবেন।