১৯৪ বলে ১৩ চারে সেঞ্চুরির পর সাজঘরে ফেরার আগে জাদেজা একটি রেকর্ডেও ভাগ বসান

অনলাইন ডেস্ক, ২ জুলাই।। ম্যাটি পটসের আউটসাইডের বল কাট স্কয়ারে বাউন্ডারিতে পাঠিয়ে ধীরে হেলমেট খুললেন রবীন্দ্র জাদেজা। এরপর কিছুক্ষণ বাতাসে ভাসালেন ব্যাট। এখন যে উদ্‌যাপনের সময়! টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেলেন ‘জাড্ডু’। তার দুটি চলতি বছরে।

গত মার্চে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ১৭৫ রানের ইনিংস। তবে তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান বার্মিংহাম টেস্টে পাওয়া এই সেঞ্চুরি। ‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখানো জেমস অ্যান্ডারসনের বলে ১০৪ রানে বোল্ড হওয়ার আগে বিপদের মুখে যে ধৈর্য ও স্থিরতার প্রমাণ দিলেন তিনি, তা তো রূপকথার মতোই। বিদেশের মাটিতে পেলেন প্রথম সেঞ্চুরি।

৯৮ রানে ৫ ‍উইকেট হারিয়ে যখন ভারত ধুঁকছে তখনই প্রতিরোধ জাদেজা ও ঋষভ পন্তের। দুজনের ২২২ রানের জুটিতে নিরাপদ দূরত্বে পৌঁছে ভারত। এক পাশে ওয়ানডে মেজাজে পন্তের কাউন্টার অ্যাটাক তো অন্য পাশে জাদেজার মাটি কামড়ানো প্রতিরোধ।

প্রথম দিনের শুরুতে ভয়ংকর হয়ে ওঠা অ্যান্ডারসনকে তো তারাই সামলেছেন। পরপর দুই চারে সেঞ্চুরির ঘরে পা রাখার উচ্ছ্বাসটা একটু বেশিই তো হবে জাড্ডুর। ১৯৪ বলে ১৩ চারে সেঞ্চুরির পর সাজঘরে ফেরার আগে জাদেজা একটি রেকর্ডেও ভাগ বসান। সাতে ব্যাটিংয়ে নেমে এক বর্ষপঞ্জিতে দুই সেঞ্চুরি পাওয়া চতুর্থ ভারতীয় তিনি।

১৯৮৬ সালে কপিল দেব, ২০০৯ সালে মহেন্দ্র সিং ধোনি ও ২০১০ সালে হরভজন সিং এই মাইলফলকে পা রেখেছিলেন। ৬০তম টেস্ট খেলতে নেমে ২৫০০ রান পেরোলেন জাদেজা। আর ৮ উইকেট পেলেই ১৪তম খেলোয়াড় হিসেবে ২৫০০ রান ও ২৫০ উইকেটের মালিক হবেন তিনি। ৫৫ টেস্ট খেলতে নেমে অনন্য এই মাইলফলকের চূড়ায় উঠেছিলেন ইয়ান বোথাম।

এই অভিজাত ক্লাবে নাম লেখাতে ইমরান খানের লেগেছিল ৬৪ টেস্ট, কপিল দেবের ৬৫, শন পোলকের ৬৯, রিচার্ড হ্যাডলির ৭০ টেস্ট। প্রথম ইনিংসে ভারত থেমেছে ৪১৬ রানে। ৭ উইকেটে ৩৩৮ রানে দ্বিতীয় দিন শুরু করে সফরকারীরা। শেষদিকে অধিনায়ক জসপ্রীত বুমরাহর ক্যামিওতে এলো চারশ’ পেরোনো সংগ্রহ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?