স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুলাই।। পর্যটন বিকাশে এবার বাই-সাইকেলে পর্যটন স্থল ভ্রমণ শুরু হল। রাজ্য পর্যটন উন্নয়ন নিগম এই সাইকেল র্যালির আয়োজন করে।
পর্যটন উন্নয়ন নিগমের অধিকর্তা তরুন কান্তি চাকমা সাইকেল র্যালির উদ্বোধন করে বলেন, সাতদিনের এই কর্মসূচীতে সাইকেল আরোহীরা রাজ্যের প্রখ্যাত পর্যটন স্থলগুলো পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি সম্পর্কে ভ্রমণপিয়াসীদের অবগত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
রাজ্য সরকারের তরফ থেকে পর্যটকদের কাছে টানার জন্য নানা ধরনের নতুন নতুন ইভেন্ট সংযোজন করা হয়েছে ডম্বুর, ছবিমুড়া, নীরমহল এবং জম্পুই হীলে।