মুম্বাই থেকে বিমানে আগরতলা হয়ে বিলোনীয়া দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় আটক ছয় মহিলা

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২ জুলাই।। গতকাল রাতে আটক হওয়া ছয় বাংলাদেশীর সাথে আরও যে দুজন মহিলা ছিল তাদের মধ্যে থেকে আজ মাফুজা সুলতানা নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় বিলোনিয়া থানার পুলিশ।

সেই সাথে পাচারকারী সদস্যদের মধ্য থেকে সহযোগী রঞ্জিত দত্ত নামে একজনকে গ্রেপ্তার করেছে বিলোনিয়া থানার পুলিশ। মাফুজা সুলতানা জানায় বছর পাঁচেক আগে কলকাতার কোন এক সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতবর্ষে প্রবেশ করে। সেখান থেকে গুজরাট চলে যায় এবং সেখানেই থাকতে শুরু করে।

এখানে পারাপারের সাথে যারা যুক্ত তাদের সে চিনে না এবং তাদের সাথে এখনো কথা হয়নি। কবে তার সাথে থাকা আরেকজন মহিলা যার নাম সাথী সে তাদেরকে নিয়ে আসে বাংলাদেশে পার করে দেওয়ার জন্য। তার বাড়িও বাংলাদেশে এবং এতক্ষণে সে বাংলাদেশে চলে গেছে বলে জানায় মাফুজা। সে নিজে স্বীকার করে ভারতীয় সমস্ত নথিপত্র আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে সব কিছু রয়েছে তার কাছে।

সরকারি অফিস থেকে দালাল চক্র সেগুলি করে দিয়েছে। আর তার জন্য মোটা অংকের টাকা দিতে হয়েছে। সেই সুবাদে বিমানে করে আসতে পেরেছে তারা। তবে একটা বিষয় পরিষ্কার বিলোনিয়া মহকুমার বাংলাদেশ সীমান্ত ভারতের জন্য সুরক্ষিত নয়।

যেভাবে প্রতিনিয়ত মানুষজন উঠানামা করছে তাতে যে কোন সময় ভারতবর্ষের ক্ষতিকারক জিহাদি অথবা সন্ত্রাসবাদীদের দল ভারতবর্ষে অনায়াসে প্রবেশ করতে পারে। তবে বিশেষ করে বিলোনিয়া মহাকুমার মতাই, দেবীপুর মুসলিম পাড়া, ঋষ্যমুখের রামনগর এবং কালিকাপুর ইত্যাদি জায়গাগুলি বাংলাদেশীদের জন্য সুনিশ্চিত করিডোর।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?