স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুলাই।। এস.সি.ই.আর.টি ত্রিপুরার উদ্যোগে দিল্লিস্থিত এন.সি.ই.আর.টি এর সহযোগিতায় আগরতলার প্রজ্ঞা ভবনে গত ২৭শে জুন থেকে শুরু হয় ৬ দিন ব্যাপী অন্তর্ভূক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে এক প্রশিক্ষণ কর্মশালা ।
আজ এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তিদিনে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারী ৫৪ জন প্রশিক্ষণার্থীর সঙ্গে মত বিনিময় করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকারা পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় কেআরপি হিসেবে অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষিত করবেন।
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, আমার বিশ্বাস আগামী দিনে এই প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণে বিশেষ ভূমিকা গ্ৰহণ করবেন।