টেস্টে ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড গড়লেন ব্রড

অনলাইন ডেস্ক, ২ জুলাই।। যদি জিজ্ঞেস করা হয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলার কে? উত্তর দিতে হয়তো ক্রিকেট ভক্তদের মাথা চুলকাতে হবে না। জিহ্বাতে চলে আসবে স্টুয়ার্ট ব্রডের নাম। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসারের বলেই ডারবানে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং।

এরপর অনেকে ব্রডের ক্যারিয়ার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু দুঃস্বপ্ন পেছনে ফেলে তিনি ফিরেও আসেন দাপটের সঙ্গে। বর্তমান টেস্ট ক্রিকেটের কিংবদন্তিতুল্য নাম ব্রড। তবে ভাগ্য দেবতা কখনো কখনো এমন কিছু পরিস্থিতি তৈরি করেন, অবাক হতে হয়! চিন্তা করুণ তো, ব্রডের বল একের পর এক বাউন্ডারি ছাড়া করছেন জসপ্রীত বুমরাহ।

আর এক ওভারে টেস্টে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ৩৬ বছর বয়সী পেসার— কল্পনা প্রবণ মানুষ ছাড়া এমনটা কয়জনে ভাববে! তবে সত্যিটা হলো, এমনটা ঘটেছে ক্ষাণিক আগে।ইংল্যান্ডের বিপক্ষে চলমান বার্মিংহাম টেস্টের দ্বিতীয় দিনের খেলায়। এক ওভারে ৩৫ রান দিয়েছেন ব্রড। যা টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।

তার ওভারটিতে ৪ চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকিয়েছেন বুমরাহ। খেই হারানো ব্রড নো-বল ও ওয়াইডও দিয়েছেন। টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার আগের রেকর্ডটি ছিল রবিন পিটারসেনের। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকান স্পিনারের বলে ২৮ রান নেন ব্রায়ান লারা।

কিন্তু ক্রিকেট ঈশ্বরের ইচ্ছে হলো, এবার সেই লজ্জার রেকর্ড ব্রডকে দেওয়ার। টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার তালিকায় অন্তত সঙ্গী হিসেবে তিনি শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়াকে পাচ্ছেন। কিন্তু টেস্টে ব্রডকে কতদিন এই লজ্জার রেকর্ড মাথায় নিয়ে চলতে হয় কে জানে!

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?