স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুলাই।। আগরতলার নাগেরজলার বাস এবং ছোট গাড়ির চালকরা শনিবার বিক্ষোভ প্রদর্শন করেন।
কারণ তাদের অভিযোগ জেলা শাসকের নির্দেশ অমান্য করে বটতলায় আলাদাভাবে সিণ্ডিকেট বানিয়ে সেখান থেকে দূর দূরান্তের যাত্রীদের পরিষেবা দিচ্ছে মারুতি চালকরা। এতে করে নাগেরজলার বাস এবং অন্য ছোট গাড়ি’তে যাত্রী উঠছেন না।
মোটর শ্রমিকদের দাবী আপত্তির কোন সীমা পরিসীমা নেই। কিছুদিন পরপর এইটা সেইটা নিয়ে ঝামেলা লেগেই আছে নাগেরজলা মোটরস্ট্যান্ডে।
ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করেন মোটর শ্রমিকরা। তাতে নিত্য যাত্রী পরিষেবা বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।