স্টাফ রিপোর্টার, শিলচর, ১ জুলাই।। আসামে বন্যার জল কিছুটা নামতে শুরু করলেও দেখা দিচ্ছে নতুন নতুন বিপত্তি।
শুক্রবার সকাল আনুমানিক ৬টায় আসামের করিমগঞ্জ বাইপাস সড়কের পোয়ামারা এলাকায় রাস্তার একটি অংশ মাটি ধ্বসে গিয়ে ভেঙে যায়। এতে করে যান চলাচলে সাময়িক ভাবে ব্যাঘাত ঘটেছে।
ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ জেলা প্রশাসন মাঠে নামে। দ্রুত রাস্তা সংস্কারের কাজও শুরু করা হয়েছে। এই বাইপাস সড়ক দিয়েই সকল পণ্যবাহী লরি ত্রিপুরা রাজ্যে আসতো।
এখন যাতায়াতের এক মাত্র ভরসা করিমগঞ্জ শহরের ব্যস্ততম রাস্তা। বর্তমানে করিমগঞ্জ শহরের উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হয়েছে।
শহরের উপর দিয়ে বিশাল আকারের লরি ছাড়া বাকি সকল ধরণের যানবাহন যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।