অনলাইন ডেস্ক, ১ জুলাই।। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ইউক্রেনের ওডেসা শহরের একটি বহুতল আবাসিক ভবনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও বেশ কয়েকজন। হামলার পর ভবনের একটি অংশ ধসে পড়ে এবং কিছু লোক ধ্বংসস্তূপের নিচেও চাপা পড়েন। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।
বৃহস্পতিবার রাশিয়ার সেনারা এই মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় গভর্নর। তার দাবি, একটি বহুতল ভবনে হামলা চালানো হয়। ঘটনায় এখনো পর্যন্ত ১০ জন বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার কথা জানা গেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ওডেসার আরেকটি হাসপাতাল সংলগ্ন অঞ্চলেও রাশিয়া আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। যদিও সেখানে কারো মৃত্যু হয়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বহুতল ভবনটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের সকলেই বেসামরিক ব্যক্তি।
রাশিয়া ফের বেসামরিক ব্যক্তিদের উপর আক্রমণ চালিয়েছে বলে এদিন অভিযোগ করেছে ইউক্রেন। রাশিয়া অবশ্য এখনো এবিষয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া মিসাইলটি কৃষ্ণসাগর অঞ্চলে বিমান থেকে ছোঁড়া হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
একইসঙ্গে অভিযোগ, স্থানীয় একটি হাসপাতাল চত্বরেও রাশিয়া আক্রমণ চালিয়েছে। সেখানে বহু মানুষ আহত হলেও এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।