স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ জুন।। শুক্রবার জগন্নাথ, শুভদ্রা এবং বলরাম রথে চড়ে গেলেন মাসির বাড়ি। এর স্বাক্ষী রইলো হাজারো ভক্ত। তিথি অনুযায়ী পবিত্র শুক্রবার ছিল রথযাত্রা মহোৎসব। রথযাত্রা উপলক্ষে রাজধানী আগরতলা শহর মেতে উঠেছে উৎসবের আনন্দে। একদিকে জগন্নাথ মন্দির থেকে বের হয়েছে রথ। অন্যদিকে মাঠ চৌমুহনীর ইসকন মন্দির থেকে বের হয়েছে রথ।
হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশ নিয়েছেন। জগন্নাথ বাড়ি রোডে বসেছে মেলা। গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে চোর ছিনতাইবাজদের ধরার জন্য। এদিকে, গন্ডাছড়া মহকুমা সদরে ছিল হাজারো ভক্তের ভীড়। ওইদিন সকাল থেকেই গন্ডাছড়া মহকুমা সদর বাজার ছিল সাজো সাজো রব।
দুপুরের পর থেকে মহকুমার বিভিন্ন এলাকা থেকে সাতটি ছোট বড় রথ জগন্নাথ শুভদ্রা এবং বলরামকে নিয়ে কাঁসর ঘন্টা ঢাক বাজিয়ে এবং উলু ধ্বনি দিয়ে মহকুমা সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো জাতি উপজাতি অংশের ভক্তরা।
দুর্গাপুরের কচিকাঁচাদের একটি ছোট্ট রথ মাহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে ভক্তদের মন কাড়ে। এছাড়া মহকুমা সদর সংলগ্ন জগন্নাথবাড়ির রথযাত্রা উৎসব ছিল বেশ আকর্ষনীয়।
পূজা বা উৎসবকে কেন্দ্র করে জগন্নাথ বাড়িতে অন্নভোগের আয়োজন করা হয়। বেলা দুইটা থেকে উপস্থিত সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয় অন্ন ভোগ। বৃষ্টি না থাকায় বেশ উল্লসিত ছিল হাজারো ভক্তরা। শুক্রবারের ওই রথযাত্রা উৎসবে মহিলা ভক্তদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
তিথি অনুযায়ী সাত দিনের মাথায় আবার নিজ বাড়িতে ফিরে আসবেন জগন্নাথ শুভদ্রা এবং বলরাম। এমনটাই জানালেন প্রবীণ ব্যক্তিরা। বলা যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজারো ভক্তের সমাগমে গন্ডাছড়া মহকুমা সদরে সাঙ্গ হলো রথযাত্রা মহোৎসব।