স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১ জুলাই।। ইতিহাসের পাতায় স্মরণীয় থাকবে আজকের মন্দির নগরী উদয়পুরে ঘটে যাওয়া রথ যাত্রায় মর্মান্তিক ঘটনাটি। শুক্রবার বিকাল চারটায় উদয়পুর জগন্নাথ আশ্রম থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে শুরু হয়েছিল রথযাত্রার।
জগন্নাথ আশ্রম থেকে রথ বের হয়ে উদয়পুর শিব বাড়ি আসার পথে থানা কর্নার আসামাত্র বিদ্যুতিক তারের সাথে রথের চূড়া আটকে যায়, চূড়াটি তার থেকে সরানোর জন্য চেষ্টা করলে হঠাৎ ভেঙে পড়ে যাই রথের চূড়াটি এতে রথের পাশে থাকা চারজন মহিলা গুরুত্ব ভাবে আহত হয়।
শুরু হয় দৌড়ঝাঁপ। রথের চূড়া পড়ে আহত হওয়া চারজন মহিলাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে রাধা কিশোর পুর থানার ওসি গাড়ি এবং এমবুলেস করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে থাকা কর্মরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর জেলা হাসপাতালে শল্য বিভাগে স্থানান্তর করে দেয়। বর্তমানে আহত অবস্থায় চারজন মহিলা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
রথের চূড়া পড়ে আহত হওয়া মহিলাদের দেখতে ছুটে যাই জেলা প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনের আধিকারিকরা।তবে নিউজ লেখা পযন্ত আহত হওয়া মহিলাদের নাম জানা যায় নি।আহত মহিলাদের বাড়ি উদয়পুর বলে জানা যায়।