স্টাফ রিপোর্টার, কমলপুর, ১ জুলাই।। কমলপুরে নাবালিকা ধর্ষণের অপরাধে যুবকের ১০ বছরের কারাবাস।
কমলপুর থানায় ২০১৮ সালে দায়েরকৃত ১২৭/১৮ নম্বর মামলায় অভিযুক্ত কুশ দাসকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকার আর্থিক জরিমানা করেছে কমলপুর বিশেষ আদালত।
নাবালিকার মায়ের অভিযোগ অনুযায়ী ২দিন তার মেয়ের উপর পাশবিক অত্যাচার করেছিল।
তারপরেই মামলা দায়ের হয়েছিল। জানান এই মামলার সরকার পক্ষের আইনজীবী। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করলেন নির্যাতিতার পরিবার।
প্রসঙ্গত, পরশু দিন খোয়াই আদালতের বিচারক শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে অপরাধীকে মৃত্যুদন্ড দিয়েছেন।