স্টাফ রিপোর্টার, কলকাতা, ১ জুলাই।। নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসায় ত্রিপুরা জ্বলছে। কিন্তু এ রাজ্যে বসে আপনি সে খবর পাচ্ছেন না। একের পর এক কংগ্রেস পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে বিজেপি।
আক্রান্ত কংগ্রেসের নেতা-কর্মীরা, আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, নির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণের ওপর হামলা।
তারই প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আমরা টিভি প্যানেলিস্টরা কোলকাতার ত্রিপুরা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিনের কর্মসূচীতে অংশগ্রহন করেন পূজা রায়চৌধুরী সহ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কর্মকর্তারা।
প্রসঙ্গত, ত্রিপুরার চার আসনে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ জয়ী হয়েছে। এই জয়ের পর গোটা রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা ঘটছে।