অনলাইন ডেস্ক, ১ জুলাই।। পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। যা নিয়ে গোটা দেশ উত্তাল হয়েছিল। বিদেশ থেকেও এই মন্তব্যের সমালোচনা করা হয়েছিল। এ নিয়ে বিজেপি নেত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মামলাও হয়েছিল।
এই মামলায় রথের দিন নুপূরের মন্তব্য নিয়ে বড় নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। নুপূর নিয়ে মামলায় সুপ্রিমকোর্টের বিচারপতি সুরয কান্ত বলেছেন, ‘আমরা ওই শোটি দেখেছি।
তিনি যে ভাবে বিষয়টি উপস্থাপন করেছিলেন একজন আইনজীবী হিসেবে সেটা লজ্জাজনক। তাঁকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে।’ এদিন আদালতে নুপূরের আইনজীবী বলেন, বিজেপি নেত্রী নিরাপত্তা হিনতায় ভুগছেন।
এ নিয়েও সর্বোচ্চ আদালত বলে, নূপুর শর্মা নিরাপত্তাহীনতায় ভুগছেন? না তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে? সঙ্গে বলা হয়েছে, তিনি দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছেন। সেই কারণে দেশে যে ঘটনা ঘটে ছলেছে তার জন্য একা তিনি দায়ী।