স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১ জুলাই।। দুটি সংখ্যালঘু পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ । ঘটনা বিলোনিয়া থানাধীন ঝরঝড়ি এলাকায়। এই ঘটনায় ত্রিপুরা বাজার, ঝরঝরি এবং আমজাদ নগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
দুই পরিবারের কম বেশি পাঁচ জন আহত হয়েছেন। তাদেরকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর দুই দফায় পাঁচজনকেই উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়।
আহত জাহির উদ্দিন জানায় প্রতিদিনের মতো সে কাজ সেরে বাড়ি যাবার পথে বাড়ির সামনেই অভিযুক্ত সুমন মিয়া এবং হাসান মিয়া তার উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। পরবর্তী সময়ে সুমন মিয়ার বাবা কালা মিয়া এসে তাকে বেধরক মারধর করে। ছেলেকে বাঁচাতে জাহির উদ্দিনের বাবা বাদল মিয়া ছুটে এলে তাকেও প্রচন্ডভাবে ওই তিন অভিযুক্ত মারধর করে বলে জানায় জাহিরুদ্দিন।
জাহিরুদ্দিন ও এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান সুমন মিয়া এবং হাসান মিয়া নামে দুই ব্যক্তি নেশা কারবাড়ীর সাথে যুক্ত ও সব সময় নেশায় আসক্ত থাকেন বলে জানায়। এই ঘটনা এলাকা সহ হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে উভয়পক্ষের পাঁচজন উদয়পুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।