অনলাইন ডেস্ক, ১ জুলাই।। এবারে বলিউডে তৈরি করা হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর জীবনীর ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে সিনেমা। সিনেমাটির নাম ‘ম্যায় রহু য়া না রহু, ইয়ে দেশ রহেনা চাহিয়ে-অটল’।
এতদিন পর্যন্ত ক্রীড়া জগতের খেলোয়াড়, অভিনেতা, এমনকী দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক তৈরি করা হয়েছে। কিন্তু এবারের বায়োপিক নিয়ে সাধারণ মানষের মধ্যে এক বিশেষ উন্মাদনা দেখা যাচ্ছে।
কারণ এবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনের কাহিনি বায়োপিকের মাধ্যমে তুলে ধরা হবে বড়পর্দায়। বিনোদ ভানুশালী , সন্দীপ সিং, স্যাম খান, কমলেশ ভানুশালী ও বিশাল গুরনানি মিলিতভাবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন। তবে ছবিতে অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় কে অভিনয় করবেন কিংবা পরিচালক কে হবেন তা এখন পর্যন্ত জানা যায়নি।
প্রযোজক সন্দীপ সিং ইন্সটাগ্রামে একটি পোস্টার শেয়ার করে ঘোষণা করেন এই সিনেমার। সন্দীপ সিং লেখেন, ‘অটল বিহারী বাজপেয়ী ভারতের ইতিহাসের অন্যতম সেরা নেতা যিনি তাঁর বক্তব্যের মাধ্যমে শত্রুদের মনও জয় করে নিয়েছিলেন ও যিনি দেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়ে প্রগতিশীল ভারতের এক মানচিত্র তৈরি করেছিলেন।’
এর পাশাপাশি তিনি আরও লেখেন, কোনো অজানা গল্প বলার সবচেয়ে ভালো মাধ্যম হল সিনেমা। এই ছবিতে শুধুমাত্র রাজনীতিককে তুলে ধরা হবে না, সাহিত্যপ্রেমী প্রধানমন্ত্রীকেও ফুটিয়ে তোলা হবে ছবিতে। প্রসঙ্গত, বিখ্যাত লেখক উল্লেখ এনপি লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স’ থেকেই সিনেমাটি লেখা হয়েছে।
জানা গেছে, আগামী বছরের প্রথম দিকে শুটিং শুরু হবে সিনেমাটির। প্রাক্তন প্রধানমন্ত্রীর ৯৯ তম জন্মবার্ষিকীতে ছবিটি মুক্তি পাবে বড়পর্দায়। ২০২৩-এর ক্রিসমাসের সময় মুক্তি পাবে ‘অটল’।