অনলাইন ডেস্ক, ১ জুলাই।। মাত্র ৫ রানের টার্গেট। মামুলি রান তাড়া করে জিততে অস্ট্রেলিয়ার লাগল কেবল ৪ বল। সময়ের হিসেবে অজিরা গল টেস্ট জিতল সোয়া দুই দিনে। ১০ উইকেট হাতে রেখে। তৃতীয় দিনের শুরুতেই শ্রীলঙ্কাকে সব হিসেব-নিকেশ চুকিয়ে দিল অস্ট্রেলিয়া।
দাপুটে জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল। নাথান লায়ন ও ট্রাভিস হেডের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস শুরু করে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এই টেস্টের মাঝপথে করোনা আক্রান্ত হওয়ায় অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিবর্তে ব্যাট করতে নামেন ওশাদা ফার্নান্দো।
কিন্তু দলের দুঃসময়ে তিনিও ছিলেন খোলসবন্দী। দুই ওপেনার পাথুম নিশানকা ও দিমুথ করুনারত্নে ভালো শুরুর আভাস দিলেও মিডল-অর্ডাররা দাঁড়াতেই পারেনি অজি বোলারদের সামনে। কুশল মেন্ডিস-দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞ ব্যাটাররা এলেন আর গেলেন।
কোনোভাবে দলীয় শতক পেরোনো শ্রীলঙ্কা কেবল ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে বেঁচেছে। লঙ্কানরা প্রথম ইনিংসে করে ২১২ রান। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া।
তবে এরপর বেশি দূর এগোতে পারেনি। ৩২১ রানে থামে সফরকারীরা। এরপরই স্বাগতিকদের ‘দেয়াল’ গুঁড়িয়ে দেওয়া শুরু করেন লায়ন-হেড। অবশ্য দলীয় সর্বোচ্চ ৭৭ রান নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ক্যামেরুন গ্রিন।