স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জুন।। আসামের শিলচর শহর ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ভয়াবহ বন্যা কবলিত দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালো ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন।
আজ উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখ থেকে অ্যাসোসিয়েশনের ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক শিলচরের উদ্দেশ্যে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ফ্ল্যাগ অব করার পর ট্রাকটি শিলচরের উদ্দেশ্যে রওনা হয়। ফ্ল্যাগ অব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিকুল পরিস্থিতিতে মানুষই মানুষের পাশে দাঁড়ায়।
এটা সচেতন মানুষের দায়বদ্ধতা। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন শিলচরের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়ে এই দায়বদ্ধতারই প্রমাণ দিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, কোভিড অতিমারি পরিস্থিতি থেকে শুরু করে রক্তদান শিবির, বন্যা পরিস্থিতি সর্বক্ষেত্রেই ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন তাদের জনকল্যানমুখী কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাড়ায়।
এটা অ্যাসোসিয়েশনের একটা মহৎ উদ্যোগ। মুখ্যমন্ত্রী ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের এই কর্মসূচির জন্য তাদের সাধুবাদ জানান। মুখ্যমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে তিনি নিজেও এই বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।
মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন এই ত্রাণ সামগ্রী বন্যা কবলিতদের উপকারে আসবে এবং খুব শীঘ্রই ওখানকার মানুষ এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে আবার সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।
ফ্ল্যাগ অব অনুষ্ঠানে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার চাকমা, সম্পাদক অসীম সাহা ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।