অনলাইন ডেস্ক, ৩০ জুন।। ২০১৫ সালের সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত ২০ জনকে শাস্তি দিল আদালত। সালাহ আব্দেসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। নয় মাসের মধ্যে মামলার নিষ্পত্তি হলো আদালতে।
২০১৫ সালের ১৩ নভেম্বর স্টেড দ্য ফ্রান্স ফুটবল স্টেডিয়াম-সহ প্যারিসের কাফে ও রেস্তোরাঁয় হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ১৩০ জন মারা যান।
সালাহ ছাড়া সেই হামলার সঙ্গে সরাসরি যুক্ত নয়জনই আত্মঘাতী হয় অথবা পুলিশের গুলিতে মারা যায়। ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করে। সালাহ-ও নিজেকে উড়িয়ে দিতে চেয়েছিল।
কিন্তু বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়ে সে পুলিশের হাতে ধরা পড়ে। এছাড়া বাকি ১৯ জন সরাসরি হামলায় না থাকলেও সাহায্যকারীর ভূমিকায় ছিল। তারাও দোষী সাব্যস্ত হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, সালাহকে সারা জীবন জেলে বন্দি হয়ে থাকতে হবে। সে প্যারোলেও ছাড়া পাবে না।