শিক্ষক বদলীর প্রতিবাদে বিলোনীয়ায় সড়ক অবরোধ, যানবাহন চলাচল থমকে

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩০ জুন।।একদিকে স্কুলে শিক্ষক স্বল্পতা অন্যদিকে শিক্ষক বদলি । এই বদলির প্রতিবাদে‌ ছাত্রছাত্রীরা আওয়াজ তুললো , শিক্ষক বদলি মানছি না মানবো না । এই আওয়াজ তুলেই বৃহস্পতিবার সকালে বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের বল্লামুখা এলাকার মনি কাঞ্চনপাড়া এস বি স্কুলের ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করে রাখলো বল্লামুখার ড্রপ গেইট এলাকা। এই অবরোধের জেরে বিলোনিয়া ভায়া রাজনগরের যানবাহন চলাচল থমকে যায় ।

একসময় শিক্ষক বদলির প্রতিবাদে সামিল হওয়াতে এলাকার কিছু শাসক দলের মাতব্বরদের হুমকির মুখে পরতে হয় কচিকাঁচা ছাত্রছাত্রীদের ।ধমক দিয়ে তুলে দেওয়া হয় পথ অবরোধ । ছাত্র-ছাত্রীদের সাথে কোন আলোচনা ছাড়াই হুমকি, ভয় ভীতি দেখিয়ে আন্দোলন তুলে দেওয়ায় ক্ষোভ বিরাজ করছে অভিভাবকদের মধ্যে ।

তাদের অভিমত এই মনিকাঞ্চন পাড়া এসবি স্কুলে শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যা থাকলেও এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে দেখা যায়নি শাসক দলের মাতব্বরদের। বহুবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। মনি কাঞ্চন পাড়া এসবি বিদ্যালয় ক্লাস প্রথম শ্রেনি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। শিক্ষক আছে পাঁচ জন ।

এর মধ্যে একজন শিক্ষক ডেপুটেশানে আছে । আরেক জন শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে। বর্তমানে মোট তিন জন শিক্ষক আছে বলে জানা যায় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। ছাত্র ছাত্রীরা আরো জানায়, প্রথম শ্রেনি ও দ্বিতীয় শ্রেনি , তৃতীয় শ্রেনী ও চতুর্থ শ্রেনীর ক্লাস চলে একসাথে শিক্ষক না থাকার কারণে।

এই ভাবে ক্লাস করার ফলে ঠিকভাবে পাঠ নিতে অসুবিধা হয় ছাত্র-ছাত্রীদের। বিদ্যালয়ে শিক্ষকের দাবি সহ শিক্ষক বদলি প্রতিবাদে প্লে কার্ড হাতে নিয়ে স্কুল থেকে সোজা চলে আসে বল্লামোখা ড্রপ গেট এলাকায় । সেখানেই অবরোধ করে রাখে রাস্তা । স্লোগান দিতে থাকে শিক্ষক বদলি মানছি না মানবো না ।

ছাত্র-ছাত্রীদের এই আন্দোলন কোনোভাবেই মেনে নিতে পারেনি শাসক বিজেপি দলের কিছু মাতব্বররা । হুমকি-ধমকি দিয়ে অবশেষে ছাত্রছাত্রীদের বাধ্য করে অবরোধ তুলে নেওয়ার জন্য কোন আলোচনা ছাড়াই । এই নিয়ে অভিভাবক মহল থেকে শুরু করে শিক্ষানুরাগী মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?