স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি, ২৯ জুন।। ত্রিপুরার নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে তুলে ধরল কংগ্রেস হাইকমান্ড।
দলের বরিষ্ঠ নেতা সালমন খুরশিদ ও ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত দলের সাধারণ সম্পাদক ড. অজয় কুমার সহ চারজনের এক প্রতিনিধি দল নির্বাচন সদনে যান। নির্বাচন কমিশনের আধিকারিকের সাথে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দেয়া হয় দলের তরফে।
অবিলম্বে নির্বাচন কমিশন যাতে ব্যাবস্থা গ্রহণ করে দাবী জানানে হয়। এদিকে, নির্বাচন কমিশন থেকে ফিরে এআইসিসি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ড. অজয় কুমার সহ দলের অন্য নেতারা।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ড. কুমার ত্রিপুরায় উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষনার পর থেকে আজ পর্যন্ত যেসব রাজনৈতিক হিংসাত্মক ঘটনা ঘটছে সবিস্তারে বলেছেন।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহার ওপর হামলা, দলের প্রার্থী সুদীপ রায় বর্মনের ওপর হামলা সহ দলের রাজ্য কার্যালয়ে হামলা ইত্যাদি।
নির্বাচনোত্তর সন্ত্রাসে নানা জায়গায় কংগ্রেস ভবনে হামলা, দলীয় সমর্থকদের মারধর, সমস্ত কিছুর জন্য শাসক বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাল কংগ্রেস হাইকমান্ড।