স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হয়ে রাজ্যের মুখমন্ত্রী পদে শপথ। উপনির্বাচনে ভোটে জয়ী হয়েই ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ। এবার পালা সেই প্রথম নির্বাচিত পদটি থেকে পদত্যাগের। আগামী ১লা জুলাই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও ডা: মানিক সাহা রাজ্যসভার সাংসদ হওয়ার কারণে এখনো পর্যন্ত বিধায়ক পদে শপথ নিতে পারেননি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ১৪ দিনের মধ্যেই বিধায়ক পদে শপথ নিতে হবে নবনির্বাচিত বিধায়ককে।
তাই নিয়ম মেনে স্বশরীরে হাজির হয়েই সাংসদ পদ থেকে পদত্যাগ দিতে হবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে। আর সেকারনেই আগামী ১লা জুলাই দিল্লি গিয়ে রাজ্যসভার অধ্যক্ষের কাছে নিজ পদত্যাগ পত্র জমা দেবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী।
তাই, তিনি ১লা জুলাই দিল্লি পারি দিচ্ছেন। এছাড়াও বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশও নেবেন মুখ্যমন্ত্রী। ৪ জুলাই দিল্লী সফর শেষে ত্রিপুরায় ফিরে আসার সূচী নির্ধারিত রয়েছে মুখ্যমন্ত্রীর।