স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। গান্ধীগ্রাম এলাকার প্রসেনজিৎ সাহা নামে বালককে তার মা ভাত খাওয়ার জন্য ডাকেছিলেন। কিন্তু সে মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল। এরপরেই ছেলেকে তার মা সামান্য বকুনি দেন।
তার কিছু সময় পর খালি ঘরে ফাঁসিতে ঝুলে পড়ে প্রসেনজিৎ। তার মা বিষয়টি দেখতে পেয়ে সবার সহযোগিতায় জিবি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেকে মৃত বলে ঘোষণা করা হয়।
মোবাইল যে কিশোর কিংবা যুবকদের মানসিক ভাবে এতটাই প্রভাবিত করে চলেছে তাতে আত্মহননের পথে এগিয়ে যাচ্ছে। অভিভাবকদের এসব বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে বুদ্ধিজীবীদের দাবি।