স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। দিল্লির কৌটিল্যমার্গ ত্রিপুরা ভবন থেকে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মেবার কুমার জমাতিয়া সহ এক ছাত্রীকে পুলিশ তুলে নিয়ে যায় থানায়।
ত্রিপুরা ভবন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে পুলিশ দুই দফায় ত্রিপুরা ভবনে যায়। তল্লাশি চালায়। বুধবার খুব সকালে পুলিশ আবার যায়। পুলিশ ওই ছাত্রী এবং প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যায়।
সুত্রের খবর, ওই যুবতী দিল্লিতে পড়াশোনা করে। অস্থায়ী ভাবে ত্রিপুরা ভবনে অবস্থান করছিল। দুজনকেই থানায় নিয়ে গিয়ে পুলিশ জেরা করেছে। জানা গিয়েছে ত্রিপুরা ভবন কতৃপক্ষের তরফ থেকে বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টিতে নেয়া হয়েছে চিঠির মাধ্যমে।
তবে কেন প্রাক্তন মন্ত্রী ও যুবতীকে পুলিশ নিয়ে গিয়েছে সে ব্যাপারে ত্রিপুরা ভবন কতৃপক্ষের তরফে রাজ্য সরকারকে পরিস্কার করে বলা হয়নি। তবে এটা চিঠিতে উল্লেখ করা হয়েছে ওই যুবতীর বক্তব্য মোতাবেক পুলিশ ত্রিপুরা ভবনে দফায় দফায় আসে মঙ্গলবার রাতে।
যেহেতু সূর্যাস্তের পর কোন মহিলাকে থানায় নেয়া যায় না তাই বুধবার খুব সকালে প্রাক্তন মন্ত্রী এবং ওই যুবতীকে পুলিশ ধরে নিয়ে যায় থানায়।