স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।।
রাজধানী আগরতলায় স্বর্ণ পাচারকারীর বড়সড় চক্রের হদিশ। এবার ১৬টি সোনার বিস্কুট সহ আটক এক স্বর্ণপাচারকারী।
অভিযুক্তের নাম পল্লব চৌধুরী। কোলকাতার উদ্দেশ্যে এগুলি পাচার করা হচ্ছিল। মহারাজা বীরবিক্রম বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এগুলির বাজারমূল্য ৯৬ লক্ষ টাকা।
জানা গিয়েছে এদিন সকাল সাড়ে এগারোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ওই ব্যক্তি কলকাতা যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে। তার ব্যাগ স্কেনিং করার সময় সিআইএসএফ জওয়ানেরা এই সোনার বিস্কুটের সন্ধান পায়।
সাথে সাথে খবর দেওয়া হয় আবগারি দপ্তরের কর্মীদের। আবগারি দপ্তরের কর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।