স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৯ জুন।।লংতরাইভ্যালি মহাকুমার মাছলি জিরো পয়েন্টে রাস্তা অবরোধে বসে ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তার বেহাল দশার জেরেই তাদের আন্দোলন। এলাকাবাসী জানান, শিববাড়ি থেকে চিচিংছড়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় আছে।
বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও রাস্তা সংস্কারের বিষয়ে কোনও উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে এলাকাবাসী বুধবার সকাল থেকে অবরোধে বসে।
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়ে কোনরকম বুঝিয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করানো হয়। আশ্বাস দেন তাদের দাবী পুরন করা হবে।
এদিকে জনগণ জানিয়েছেন দাবী পুরন না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। প্রসঙ্গত, বৃষ্টি হতেই রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়েছে।