স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৯ জুন।। উদয়পুর বাগমা এলাকায় কংগ্রেস কর্মী পনির হোসেন গত রবিবার সুদীপ রায় বর্মণ জয়ী হতেই বাজি পুড়িয়েছিলেন। তাই রাতেই তার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা।
কংগ্রেস কর্মীর স্ত্রী রুসেনা বিবি এবং তাদের দুই সন্তানকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। ঘরের সবকিছু ভেঙে চুরমার করে দেয় তারা। এমনকি রুসেনা বিবি’র হাতে রড দিয়ে আঘাত করা হয়।
যারফলে হাতের হাড় দুই টুকরো হয়ে যায়। এখন জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত চার কেন্দ্রে উপনির্বাচনে ভোটে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ জয়ী হয়েছে।
তিনি ৬ আগরতলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর জয়ে স্বাভাবিক ভাবেই দলীয় সমর্থকরা উজ্জীবিত। জয়ের আনন্দ প্রকাশ করতে গিয়ে ওই ব্যক্তি বাজি পুড়িয়েছিলেন।