স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২০ জুন।। গোমতী জেলা হাসপাতাল কমপ্লেক্সে আজ এক অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল আশ্রয় নিবাসের উদ্বোধন করা হয়েছে। আশ্রয় নিবাসের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
উল্লেখ্য, দীনদয়াল অন্ত্যোদয় যোজনার জাতীয় শহরী জীবিকা প্রকল্পে এই নিবাসটি নির্মাণ করা হয়েছে। দীনদয়াল আশ্রয় নিবাসের উদ্বোধন করে কৃষি মন্ত্রী বলেন, এখন দুর দূরান্ত থেকে আগত রোগীর আত্মীয়রা চিকিৎসা করাতে এসে এই নিবাসে রাত্রি যাপন করতে পারবেন। গোমতী জেলা হাসপাতালে আগে এমন ব্যবস্থা ছিল না। রাজ্যের বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নত পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুমোহন জমাতিয়া, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অরুণ কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার।
উপস্থিত ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, গোমতী জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডা. দেবশ্রী দেববর্মা। এই আশ্রয় নিবাসটি নির্মাণে বায় হয়েছে ১ কোটি ৬৯ লক্ষ টাকা।