স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। আগরতলা শহরের দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় প্রায় ১৪টি বাড়ি বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই এলাকায় বেশ কিছুদিন আগেই বন্যা নিয়ন্ত্রণ দফতর থেকে বোল্ডার ফেলার কাজ শুরু হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। ফলে সম্প্রতি ভারি বৃষ্টিপাতে তিনটি বাড়ি নদীগর্ভে চলে যায়। বুধবার এলাকা পরিদর্শনে যান পুর নিগমের মেয়র সহ দুই কাউন্সিলার এবং নিগমের ইঞ্জিনিয়াররা।
সেখানেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মেয়রকে বলেন সবাই এসে দেখে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেই কথার জবাবে মেয়র বলেন তারা মাত্র ৫ মাস আগে নিগমের ক্ষমতায় এসেছেন।
তখন এক মহিলা তার মুখের উপর বলে দেন দল তো ৫ বছর আগে রাজ্যের শাসন ক্ষমতায় এসেছিল। এই সময়ে তো কিছুই করা হয়নি। মহিলার বক্তব্যে উপস্থিত সকলে বিড়ম্বনার শিকার হয়ে পড়েছেন।