আঠারমুড়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন টিএসআর জওয়ানরা, হাসপাতালে শয্যাশায়ী দু’জন

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৯ জুন।। ফের পাহাড়ি জনপদে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দু’জন টি.এস.আর জওয়ান। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের আঠারোমুড়া এ.ডি.সি ভিলেজের ৪১ মাইল স্থিত সুকদেব বাড়ি এলাকায়।

ক্যাম্পে থাকা জওয়ানদের ছাড়াও ওই এলাকায় বসবাসকারীদের মধ্যে জল বাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বর্ষার মৌরসুম শুরু হতেই পাহাড়ি জনপদে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করে।

অনেক সময় বিনা চিকিৎসায় এই মরণব্যাধি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে চিরতরে বিদায় নিতে হয়েছে অনেক গিরি বাসীদের। তার পেছনে রয়েছে কারণ একটাই।একদিকে যেমন স্বাস্থ্য পরিষেবার অভাব অন্যদিকে সচেতনতা মূলক কোন শিবির না করার কারণে এই মরণব্যাধি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হতে হচ্ছে। বিশেষ করে অপরিস্রুত পানীয় জল ব্যাবহার করার ফলে জল বাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।

তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের আঠারো মুড়া এ.ডি.সি ভিলেজের ৪১ মাইল স্থিত সুকদেব বাড়ি এলাকায় টি.এস.আর ১০ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় থাকা জওয়ানদের মধ্যে দুজন জওয়ান নক্ষত্র রিয়াং এবং রঞ্জিত বর্মন কিছুদিন ধরে জ্বর নিয়ে ভুগছিল। বুধবার তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়াতে এম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের রক্তের নমুনা পরীক্ষা করে জানতে পারে দুজনই ম্যালেরিয়া রোগে আক্রান্ত। কালবিলম্ব না করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। এদিকে আরো জানা গিয়েছে, টিএসআর ক্যাম্প ছাড়াও ওই এলাকার বসবাসকারী অন্যান্য গিরি বাসীদের মধ্যেও জ্বর সহ জল বাহিত নানা রোগে প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কিছুদিনের মধ্যে যদি ওই এলাকায় স্বাস্থ্য শিবির না করা হয় তবে রোগে আক্রান্তের সংখ্যা তীব্রতর হতে পারে। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া মহাকুমার স্বাস্থ্য দপ্তর ওই এলাকায় স্বাস্থ্য শিবির করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?