স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।।রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরনের দাবীতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেসের দাবি, শপথ গ্ৰহনের পর পরই রাজ্যের নিপিড়ীত মানুষের স্বার্থে সুদীপ রায় বর্মণের লড়াই শুর হয়ে গেল।যার প্রমাণ -রাজ্যের স্বরাষ্ট মন্ত্রীকে লেখা এই চিঠি।যেখানে তিনি নির্বাচনি সন্ত্রাসে খতিগ্ৰস্ত মানুষের ক্ষতি পুরণের আবেদন করেছেন।
চিঠিতে সুদীপ রায় বর্মণ উল্লেখ করেন, ”সম্প্রতি ত্রিপুরা বিধানসভার চারটি নির্বাচনি কেন্দ্রের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু সংখ্যক অপ্রত্যাশিত ও অনভিপ্রেত অত্যন্ত নিন্দনীয় ঘটনায় রাজ্যের বেশ কিছু সংখ্যক লোকের বিভিন্নভাবে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে।
এই উপ-নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তি ও ব্যক্তিবর্গের উপর সংঘবদ্ধ হিংসাশ্রয়ী আক্রমণ যেমন হয়েছে, ঠিক তেমনি নাশকতামূলক কর্মকাণ্ডের বেশ কিছু ঘটনাও ঘটেছে। এর ফলে বেশ কিছু সংখ্যক লোক আহত হয়েছেন এবং ঘরবাড়ি ও দোকানপাট লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনায় অনেকেরই বহু সম্পদ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ধরনের ঘৃণ্য অপকর্মের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের অধিকাংশ নিতান্তই গরিব।
আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, এই ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের ত্রিপুরা সরকারের তরফ থেকে যথাযথ ক্ষতিপুরণ দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর থেকে গত ১৪ই আগস্ট, ২০১৮ ইং তারিখে No. 13 (48) PD/18 মূলে একটি নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল। পাশাপাশি এই একই উদ্দেশ্যে গত ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ ইং তারিখে No F.6(1)-PD/2021 (11) 2907 মূলে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের একটি নোটিফিকেশনও Tripura Gazette-এ প্রকাশ করা হয়েছিল।
এটা ঘটনা যে, উল্লিখিত ঘটনায় রাজ্যের অধিকাংশ ক্ষতিগ্রস্ত লোকই ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দফতরের উক্ত দু’টি নোটিফিকেশন সম্পর্কে অবহিত নয়। এই জন্য ক্ষতিগ্রস্ত লোকদের সরকারি সহায়তা প্রদানের উদ্দেশ্যে রাজ্য প্রশাসনের সাতিই দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীগণের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া একান্তই আবশ্যক বলে আমি মনে করছি।
পাশাপাশি ত্রিপুরা সরকারের তরফে রাজ্য থেকে প্রকাশিত সংবাদমাধ্যমে উক্ত দুটি নোটিফিকেশনের মূল বিষয়বস্তু প্রকাশ করে রাজ্যবাসীতে স্নাতকরণ করাটাও এই মুহূর্তে অত্যন্ত জরুরি। এতে করে নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্তনের সরকারি সহায়তা প্রদান করা সহজতর হবে এবং ক্ষতিগ্রস্তরাও উপকৃত হবেন বলে মনে করি।
আমি আপনার কাছে প্রত্যাশা করব, আপনি ক্ষতিগ্রস্তদের সাহাযার্থে মানবিক দৃষ্টিকোন থেকে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নিবেদন এবং এই চিঠির প্রাপ্তি স্বীকার তরে আপনার তরফ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আমাকে অবহিত করবেন।”