অনলাইন ডেস্ক, ২৮ জুন।। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অঙ্গরাজ্যে একটি পরিত্যক্ত লরি থেকে কমপক্ষে ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরা সবাই অভিবাসনপ্রত্যাশী।
রাজ্যের সান আন্তোনিও শহরতলীতে এসব মানুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি শিশু রয়েছে। বেঁচে থাকা ব্যক্তিরা হিট স্ট্রোক এবং তাপমাত্রাজনিত ক্লান্তিতে ভুগছিলেন।
তাদের শরীর এতই গরম যে স্পর্শ করা যাচ্ছিল না। স্থানীয় কেএসএটি টিভি চ্যানেলের খবরে বলা হয়, লরিটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে একটি রেল লাইনের পাশে পড়েছিল। নিউইয়র্ক টাইমস জানায়, সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে নিখোঁজ লরিটির চালককে খুঁজছেন।
লরিটির ভেতরে কীভাবে এত লোক মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের সান আন্তোনিও শহরটি।