স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৯ জুন।। রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সরকার সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য উন্নত মানবসম্পদ গড়ে তোলা।
আজ পূর্ব গকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। পূর্ব গকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সরকারের এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে প্রয়োজন উন্নত মানব সম্পদ। তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিনায় সাহা প্রমুখ।
রক্তদান শিবিরের উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।