বিড়ি কিনতে গিয়ে ক্যাশ বাক্সে হাত চালিয়ে গণধোলাই খেল যুবক, ঘটনা বিলোনীয়ায়

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২৮ জুন।। চুরিবিদ্যা বড় বিদ্যা যদি সারতে পারে। কিন্তু সারতে পারল না চোর সিসি ক্যামেরার কারণে। সাতসকালে চুরি করতে এসে হাতেনাতে ধরা খেল এক চোর ।

উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । মঙ্গলবার সাত সকালে ঘটনাটি ঘটে বিলোনিয়া সাতমুড়া বাজার চৌমুহনী এলাকায় মানিক লাল সাহা নামে এক ব্যক্তির মুদির দোকানে । এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় জনমনে ।

২৬ হাজার ১০০ টাকা চুরি করতে গিয়ে দোকানের মালিকের হাতে ধরা পড়ে যায় চোর প্রসনজিৎ দে। এই প্রসনজিৎ দের বাড়ি মিজিরখিল এলাকায় । জানা যায়, দোকানের মালিক মানিক লাল সাহা দোকান খোলা রেখে জল আনতে যায়। তারপর সুযোগ বুঝে প্রসেনজিৎ দোকানে প্রবেশ করে কেশ বাক্সে রাখা ২৬ হাজার ১০০ টাকা নিয়ে সরিয়ে রাখার সময় ।

দোকানের মালিক কে দোকানে আসতে দেখে চোর প্রসনজিৎ হতভম্ব হয়ে দোকানের মধ্যে এক বস্তার নিচে লুকিয়ে রাখে টাকা গুলি, ইতস্তত হয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থেকে এক প্যাকেট বিড়ি দেওয়ার জন্য বলে দোকানের মালিককে । সন্দেহ হয় দোকানের মালিকের ।

চোরকে কোন কিছু বুঝতে না দিয়ে দোকানের মালিক মানিক লাল সাহা যখন ক্যাশে বাক্স খুলে দেখে টাকা নেই। সাথে সাথে ছেলেকে ডেকে এনে সিসি ক্যামেরা চেক করে । তখনই সবকিছু বেরিয়ে আসে সিসি ক্যামেরার ফুটেজে‌। এরপর প্রসেনজিৎ দে নামে ওই চোরকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। ঘটনাস্থলে পুলিশ এসে থানায় নিয়ে যায় চোর প্রসনজিৎকে । পুলিশ চুরির মামলা হাতে নিয়ে তদন্ত করছে এবং জিজ্ঞাসা বাদ চালাচ্ছে আর কেউ যুক্ত আছে কিনা এই চুরি কান্ডে ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?