স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ জুন।। কারিগরি শিক্ষায় শিক্ষিত যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক (এমএসডিই)। এই লক্ষ্যকে সামনে রেখে আজ থেকে আগরতলার প্রজ্ঞাভবনে শুরু হয়েছে দুদিনব্যাপী এপ্রেন্টিসশিপ রিফর্মস’ বিষয়ক কর্মশালা।
রিজিওনাল ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ব্যবস্থাপনায় এই গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের বিশেষ সচিব অতুল কুমার তিওয়ারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা।
উদ্বোধকের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিশেষ সচিব অতুল কুমার তিওয়ারি বলেন, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রক তরুণদের কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে থাকে। এই মন্ত্রক সারা দেশে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সমন্বয় সাধন করে থাকে। এমএসডিই সেক্টর দক্ষ কর্মশক্তি সৃষ্টির লক্ষ্যে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। কারণ তাদের দক্ষতা শিল্পের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের এই মন্ত্রক তরুণদের দক্ষ করে তুলতে এবং তাদের দক্ষতার মানোন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় বিশেষ সচিব আরো বলেন, কেন্দ্রীয় সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক পিএসইউ এবং অন্যান্য সংস্থাগুলিতে এপ্রেন্টিসশিপ নিয়োগের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পিএসইউ অধিক সংখ্যায় না থাকলেও যতগুলি রয়েছে সেগুলিতে এপ্রেন্টিসশিপ রাখার উপর গুরুত্ব দেন কেন্দ্রীয় সচিব। পাশাপাশি এক্ষেত্রে রেজিস্ট্রেশনের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, দক্ষতা উন্নয়নের জন্য এপ্রেন্টিস নেওয়া খুবই প্রয়োজনীয়। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকেও এপ্রেন্টিস নেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্ৰা বলেন, পিএসইউ এবং অন্যান্য সংস্থাগুলিতে তুলনামূলকভাবে এপ্রেন্টিসের সংখ্যা বাড়েনি। তাই এই প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
এখন ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন পদ্ধতির কারণে রেজিস্ট্রেশনের জন্য এপ্রেন্টিসদের অনেকটাই সুবিধা হবে। রাজ্যেও এপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান। পাশাপাশি যেসকল পিএসইউগুলি রেজিস্ট্রেশন করেনি তাদের দ্রুত রেজিস্ট্রেশন করার উপর গুরুত্ব আরোপ করেন।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমএসডিই’র ডিরেক্টর, এপ্রেন্টিসসিপ কে এস রাও, গুয়াহাটির রিজিওনাল ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপের রিজিওনাল ডিরেক্টর এস মাথিভানান, অরুণাচল প্রদেশের ডিরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টের ডিরেক্টর সুবু তাবিন, ত্রিপুরার স্কিল ডিরেক্টরেটের ডিরেক্টর সঞ্জয় চক্রবর্তী, ন্যাশনাল স্কিল ট্রেনিং আগরতলার প্রিন্সিপাল ডি এন শৰ্মা প্রমুখ। দুদিনব্যাপী এই কর্মশালায় উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলি থেকেও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।